Love ইজ এরশাদ

ইংরেজী ক্লাশে শিক্ষক বল্টুকে
বললঃ
·
শিক্ষকঃ এই বল্টু বলতো,
ভালবাসা পরিবর্তনশীল " এর
ইংরেজী কি হবে?
·
বল্টুঃ স্যার, “ Love is এরশাদ "
·
শিক্ষরঃ কিভাবে একটু বুঝিয়ে
বলো ৷
·
বল্টুঃ স্যার, বালিকারা
কিছুদিন আগে
তাসকিনকে ভালবাসত, কিন্তু
তামিম
পরপর দুইটি সেঞ্চুরি করায় অনেক
বালিকাই এখন তামিমকে ভালবাসতে
শুরু করেছে, আবার সৌম্য
সরকার সেঞ্চুরি করার ফলে কতিপয়
বালিকা সৌম্য সরকারের উপর
কিরাশ। আর গতকাল সাকিব ভাল করাতে,
তারে
নিয়া আফসোস। আর সাব্বির কে তো
পারেনা
মাথায় তোলে নাচে, একেকটা মেয়ের
কি ভাব
খাইছে, বালিকাদের এই ভালবাসার
পরিবর্তিত রুপ এরশাদ কাকুর মতোই
পরিবর্তনশীল তাই ...........

“ Love is এরশাদ " ৷
·
শিক্ষকঃ সাবাস বল্টু! এই প্রথম
তুমি
কোনো প্রশ্নের উত্তর ভালভাবে
দিতে
পেরেছ, সামনের পরিক্ষায়
তোমাকে
১০০ নাম্বার বেশি দিবো ৷
·
ক্লাশের বালিকারাঃ ----
Shockzzzzz.
বল্টুঃ ----- Always Rockzzzzz.


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গুরুত্বপুর্ন মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা ও আপেক্ষিক ভর

তাপহারী বিক্রিয়া কাকে বলে,

প্যাসকেলের বলবৃদ্ধিকরণ নীতি,