মশা

www.fahimrayhan.blogspot.com
Mosquito
হাঙর দেখলে আমরাঅনেকেই ভয় পাই।কিন্তু জানেন কি,হাঙরের আক্রমণেপ্রতিবছর কতজনব্যক্তি মারা যায়?
কিংবা বাঘ, সিংহ,সাপের হামলায়? এপ্রতিবেদনে থাকছেসে তথ্যগুলো।মশাবিশ্বের সবচেয়েপ্রাণঘাতী প্রাণীরতালিকায় সবার আগেথাকছে মশার নাম।
কিঅবাক হচ্ছেন? তাহলেজেনে নিন যে, মশারকামড়ে ম্যালেরিয়ায়আক্রান্ত হয়েপ্রতিবছর বিশ্বেপ্রায় ৬ লক্ষ মানুষপ্রাণ হারায়।
এছাড়াডেঙ্গু, পীতজ্বর,এনসেফালাইটিস বামস্তিষ্কপ্রদাহইত্যাদি রোগেআক্রান্ত হয়ে মারাযায় আরও প্রায় সোয়ালক্ষ মানুষ।মানুষহ্যাঁ। এই আধুনিক যুগেএসেও মানুষই মানুষেরমৃত্যুর কারণ হচ্ছে।প্রতিবছর প্রায় পৌনেপাঁচ লক্ষ মানুষ অন্যমানুষের হাতে প্রাণহারায়।সাপসব সাপ প্রাণঘাতী নয়,
এমনকি অনেকপ্রজাতির সাপেরকামড়ে বিষও থাকে না।কিন্তু যাদের আছেতাদের কামড়েইপ্রতিবছর প্রায় ৫০হাজার লোক মৃত্যুবরণকরে।কুকুরকুকুরের নামের সঙ্গেজড়িয়ে আছেজলাতঙ্ক রোগের নাম।এর টিকা আবিষ্কৃতহলেও এখনও এই রোগেপ্রতিবছর মারা যানপ্রায় ২৫ হাজার জন।
মিঠাপানির শামুকউন্নয়নশীলদেশগুলোতে দূষিতপানির সংস্পর্শে গিয়েমূলত শিশুরাএকধরণের অসুখেভোগে, যা কখনওকখনও মৃত্যুর কারণওহয়ে থাকে।
মিঠাপানিরশামুক থেকে নিঃসৃতপ্যারাসাইট বাপরজীবী দূষিত পানিরসঙ্গে মিশে থাকায়সিসটোসোমিয়াসিসনামক একটি রোগ হয়েথাকে। এতে প্রতিবছরপ্রায় ১০ হাজার জনেরমৃত্যু হয়।কেঁচোকৃমিবিভিন্ন ধরণের কৃমিরমধ্যে কেঁচোকৃমিসবচেয়ে বেশিপ্রাণঘাতী। এরসংক্রমণে বিশ্বেপ্রতিবছর গড়ে প্রায়আড়াই হাজার মানুষেরপ্রাণ যায়। এর মধ্যেশিশুর সংখ্যাই বেশি।ফিতাকৃমিএই জাতের কৃমিরসংক্রমণে মারা যায়প্রায় দুই হাজার মানুষ।কেঁচোকৃমির মতোফিতাকৃমিতেওশিশুরাই বেশিসংক্রমিত হয়।
কৃমিজাত রোগ থেকেমুক্তি পেতে উন্নতশৌচাগার ও যথাযথ মলনিষ্কাশন ব্যবস্থানিশ্চিত করতে হবে।কুমিরহাঙর, সিংহ কিংবাবাঘের মতোই কুমিরকেভয় পান অনেকেই।অবশ্য পাওয়ারই কথা।কারণ কুমিরেরহামলায় নিহত হওয়ামানুষের সংখ্যা প্রায়এক হাজার।
জলহস্তীদেখতে হয়ত ততটাভয়ংকর নয়, কিন্তুতাদের কাছ থেকে দূরেথাকাই শ্রেয়। কারণসুযোগ পেলেইআক্রমণাত্বক হয়েউঠতে পারে জলহস্তী।
প্রতিবছর প্রায়পাঁচশো মানুষেরজীবনের অবসান ঘটায়তারা।হাতিদেখতে গোবেচারাগোছের। কিন্তুমাঝেমধ্যেই হিংস্রহয়ে ওঠে হাতি।বুনোহাতির হামলায়মানুষের নিহত হওয়ারখবর আমরা প্রায়ইপড়ে থাকি। প্রতিবছরএভাবে প্রায়একশোজনের প্রাণযায়।হাঙরহাঙরকে দেখতে যতইভয়ংকর মনে হোক,মানুষের যেহেতু তাদের কাছাকাছি যাওয়ারসম্ভাবনা কম থাকে,তাই হাঙরের হামলায়মানুষের প্রাণ যাওয়ারঘটনাও খুব বেশিঘটেনা।

সংখ্যাটাপ্রতিবছর ১০ জনেরমতো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গুরুত্বপুর্ন মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা ও আপেক্ষিক ভর

তাপহারী বিক্রিয়া কাকে বলে,

রক্ত কণিকার কাজ কী