নিউক্লিয়াস
কোষের সব জৈবনিক
ক্রিয়া বিক্রিয়া
নিয়ন্ত্রন করে নিউক্লিয়াস ৷ এর আকৃতি
গোলাকার বা ডিম্বাকার বা নলাকার ৷
সিভকোষ বা লোহিত রক্তকণিকায়
নিউক্লিয়াস থাকে না ৷ নিউক্লিয়াসে
বংশগতির বৈশিষ্ট নিহিত ৷ এটি কোষে
সংঘটিত বিপাকীয় কার্যাবলিসহ সব ক্রিয়া -
বিক্রিয়া নিয়ন্ত্রন করে ৷ সুগঠিত
নিউক্লিয়াস নিচের অংশগুলো দেখা যায় :—
1. নিউক্লিয়ার ঝিল্লি (Nuclear
membrane)
1. নিউক্লিওপ্লাজম (Nucleoplasm)
1. নিউক্লিওলাস (Nucleolus)
1. ক্রোমাটিন জালিকা (Chromatin
reticulum)
নিউক্লিয়ার ঝিল্লী = নিউক্লিয়াস কে
ঘিরে রাখে যে ঝিল্লী তাকে নিউক্লিয়ার
ঝিল্লী বলে ৷ এটি দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লী ৷
এ ঝিল্লী লিপিড ও প্রোটিন এর সমন্বয়ে
গঠিত ৷ এ ঝিল্লীতে মাঝে মাঝে কিছু ছিদ্র
থাকে একে নিউক্লিয়ার রন্ধ্র বলে ৷ এই
ছিদ্রের মাধ্যমে কেন্দ্রিকা ও
সাইটোপ্লাজম এর মধ্যে কিছু বস্তু চলাচল
করে ৷ এই ঝিল্লী সাইটোপ্লাজম থেকে
কেন্দ্রিকার অন্যান্ন বস্তুকে পৃথক করে ও
বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রন করে ৷
নিউক্লিওপ্লাজম = কেন্দ্রিকা ঝিল্লীর
অভ্যন্তরে জেলির ন্যায় বস্তু বা রসকে
কেন্দ্রকারস বা নিউক্লিওপ্লাজম বলে ৷
কেন্দ্রিকা রসে নিউক্লিক এসিড , প্রোটিন ,
উৎসেচক ও কতিপয় খনিজ লবণ থাকে ৷
নিউক্লিওলাস = কেন্দ্রিকার মধ্যে
ক্রোমোজম এর সাথে লাগানো গোলাকার
বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাকাণু
বলে ৷ ক্রোমোজোমের রঙঅগ্রাহী অংশের
সাথে এরা লেগে থাকে ৷ এরা RNA ও
প্রোটিন দ্বারা গঠিত ৷ এরা নিউক্লিক এসিড
মজুদ করে ও প্রোটিন সংশ্লেষণ করে ৷
ক্রোমাটিন জালিকা = কোষের
বিশ্রামকালে কেন্দ্রিকায় কুন্ডলী পাকানো
সূক্ষ সুতার ন্যায় অংশয় হল ক্রোমাটিন
জালিকা ৷ কোষ বিভাজনের সময় এরা মোটা
ও খাটো হয় তাই তখন তাদের অালাদা
ক্রোমোজোম হিসেবে দেখা হয় ৷
www.facebook.com
নিয়ন্ত্রন করে নিউক্লিয়াস ৷ এর আকৃতি
গোলাকার বা ডিম্বাকার বা নলাকার ৷
সিভকোষ বা লোহিত রক্তকণিকায়
নিউক্লিয়াস থাকে না ৷ নিউক্লিয়াসে
বংশগতির বৈশিষ্ট নিহিত ৷ এটি কোষে
সংঘটিত বিপাকীয় কার্যাবলিসহ সব ক্রিয়া -
বিক্রিয়া নিয়ন্ত্রন করে ৷ সুগঠিত
নিউক্লিয়াস নিচের অংশগুলো দেখা যায় :—
1. নিউক্লিয়ার ঝিল্লি (Nuclear
membrane)
1. নিউক্লিওপ্লাজম (Nucleoplasm)
1. নিউক্লিওলাস (Nucleolus)
1. ক্রোমাটিন জালিকা (Chromatin
reticulum)
নিউক্লিয়ার ঝিল্লী = নিউক্লিয়াস কে
ঘিরে রাখে যে ঝিল্লী তাকে নিউক্লিয়ার
ঝিল্লী বলে ৷ এটি দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লী ৷
এ ঝিল্লী লিপিড ও প্রোটিন এর সমন্বয়ে
গঠিত ৷ এ ঝিল্লীতে মাঝে মাঝে কিছু ছিদ্র
থাকে একে নিউক্লিয়ার রন্ধ্র বলে ৷ এই
ছিদ্রের মাধ্যমে কেন্দ্রিকা ও
সাইটোপ্লাজম এর মধ্যে কিছু বস্তু চলাচল
করে ৷ এই ঝিল্লী সাইটোপ্লাজম থেকে
কেন্দ্রিকার অন্যান্ন বস্তুকে পৃথক করে ও
বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রন করে ৷
নিউক্লিওপ্লাজম = কেন্দ্রিকা ঝিল্লীর
অভ্যন্তরে জেলির ন্যায় বস্তু বা রসকে
কেন্দ্রকারস বা নিউক্লিওপ্লাজম বলে ৷
কেন্দ্রিকা রসে নিউক্লিক এসিড , প্রোটিন ,
উৎসেচক ও কতিপয় খনিজ লবণ থাকে ৷
নিউক্লিওলাস = কেন্দ্রিকার মধ্যে
ক্রোমোজম এর সাথে লাগানো গোলাকার
বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাকাণু
বলে ৷ ক্রোমোজোমের রঙঅগ্রাহী অংশের
সাথে এরা লেগে থাকে ৷ এরা RNA ও
প্রোটিন দ্বারা গঠিত ৷ এরা নিউক্লিক এসিড
মজুদ করে ও প্রোটিন সংশ্লেষণ করে ৷
ক্রোমাটিন জালিকা = কোষের
বিশ্রামকালে কেন্দ্রিকায় কুন্ডলী পাকানো
সূক্ষ সুতার ন্যায় অংশয় হল ক্রোমাটিন
জালিকা ৷ কোষ বিভাজনের সময় এরা মোটা
ও খাটো হয় তাই তখন তাদের অালাদা
ক্রোমোজোম হিসেবে দেখা হয় ৷
www.facebook.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন