রসায়ন জ্ঞানমূলক প্রশ্ন

রসায়ন জ্ঞানমূলক প্রশ্ন
1.      বিজ্ঞান কী?
উত্তরঃ- বস্তুজগত ও জীবজগত সম্পর্কে পরীক্ষা-নীরিক্ষা ও প্রমাণ নির্ভর জ্ঞান যা মানুষকে তৎসংশ্লিষ্ট বিষয়ে স্পষ্ট ধারণা প্রধান করে তাকে বিজ্ঞান বলে ।

2.
     মধ্যযুগের রসায়ন চর্চাকে কী বলা হতো ?
উত্তরঃ- মধ্যযুগের রসায়ন চর্চাকে আল-কেমি বলা হতো ।

3.
     দহন কাকে বলে ?
উত্তরঃ- অক্সিজেন দ্বারা কোন পদার্থকে জারিত করাকে দহন বলে ।

4.
     কাঠের প্রধান উপাদান কী ?
উত্তরঃ- কাঠের প্রধান উপাদান হলো সেলুলোজ ।

5.
     জীবাশ্ম জালানি কাকে বলে ?
উত্তরঃ- বায়ুর অনুপস্থিতিতে উদ্ভিদ ও প্রানীদেহে প্রচণ্ড চাপ ও তাপে হাজার হাজার বছরে এক ধরনের জ্বালানিতে পরিণত হয় । একে জীবাশ্ম জ্বালানি বলে ।

6.
     জীবাশ্ম জ্বালানির নাম লেখ ।
উত্তরঃ- কয়লা, প্রেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি ।

7.
     ট্রিফয়েল কাকে বলে ?
উত্তরঃ-  তেজস্ক্রিয় রশ্মি চিহ্নকে ট্রিফয়েল বলা হয়, এটি দ্বারা অতিরিক্ত ক্ষতিকর আলোক রশ্মিকে বুঝানো হয় ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গুরুত্বপুর্ন মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা ও আপেক্ষিক ভর

রক্ত কণিকার কাজ কী

তাপহারী বিক্রিয়া কাকে বলে,