ঈদ ভ্রমন
বঙ্গবন্দু সাফারী পার্ক গাজীপুর
রাজধানী
থেকে ৪৫ কিলোমিটার উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে ৩ কিলোমিটার
পশ্চিমে গভীর শাল বনের ভেতর ৩ হাজার ৮১০ একর ভূমির ওপর প্রতিষ্ঠা করা হয়েছে এ
পার্ক।
Safari Park |
বঙ্গবন্ধু সাফারি পার্কের দৃষ্টিনন্দন প্রধান ফটক পার হয়েই ভেতরে রয়েছে বিলুপ্ত ও দুর্লভ প্রজাতির বৃক্ষ, কোর সাফারি, সাফারি কিংডম, বায়োডাইভারসিটি পার্ক, এক্সটেনসিভ এশিয়া সাফারি, বাঘের আস্তানা, সিংহের আস্তানা, চিত্রা হরিণ, কালো ভাল্লুক, সাম্বার হরিণ ও জলহস্তীর আস্তানা।
একদম কাছে থেকে হিংস্র প্রাণী দেখার মজাটাও কম নয়
। তবে সেই জন্য একশত টাকা দিয়ে টিকেট কাটতে হয় ।
রয়েছে
ডরমেটরি, বন্যপ্রাণী হাসপাতাল, ঝুলন্ত সেতু, ন্যাচারাল হিস্ট্রি পর্যবেক্ষণ কেন্দ্র, গুইসাপ
পার্ক, ফেন্সি কার্প পার্ক, ক্রাউন
ফিজেন্ট পাখিশালা, পেলিকেল পাখির জলাধারা, অতিথি পাখির জলাধারা,
ক্যাঙ্গারু গার্ডেন, হাতি গ্যালারি, লেক ও জলাধারা ইত্যাদি।
ঘুরে দেখার মত একটি সুন্দর জায়গা ।
তবে টিকিট কাটার পর ভিতরে সব কিছু দেখার জন্য টিকেট কাটতে হয় । এই বেপারটা একটু বিরক্তিকর ।
দালানকোঠা থেকে বের হয়ে মনোরম পরিবেশে একটু সময় কাটানোর জন্য অনেক ভাল একটি জায়গা ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন