জীববিজ্ঞান জ্ঞানমূলক প্রশ্ন
জীববিজ্ঞান জ্ঞানমূলক
প্রশ্ন
1. Biology শব্দটি - Bios
(জীবন) ও Logos (জ্ঞান) দুটি শব্দের সমন্বয়ে
গঠিত ।
2. জীববিজ্ঞান
ঃ বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, জৈবনিক ক্রিয়া এবং জীবন
ধারণ সম্পর্কে সম্যক বৈজ্ঞানিক জ্ঞান
পাওয়া যায়
তাকেই জীববিজ্ঞান বলে ।
3. শ্রেণিবিন্যাসের
ধাপ ৭ টি ।
4. ICZN – ICZN হলো উদ্ভিদের নামকরণের একটি
নীতিনির্ধারক দলিল । এর পূর্ণ নাম International Code Of
Zoological Nomenclature.
5. মৌমাছির
বৈজ্ঞানিক নাম - Apis indica.
6. জীববিজ্ঞানের
জনক - গ্রীক দার্শনিক অ্যারিস্টটল ।
7. শ্রেণিবিন্যাস
বিদ্যাকে – ট্যাক্সোনমি (Taxonomy) বলে ।
8. ইলিশের
বৈজ্ঞানিক নাম – Tenualosa ilisha.
9. কাঁঠালের
বৈজ্ঞানিক নাম – Artocarpus heterophylus.
10. উদ্ভিদ – যেসব জীব কঠিন খাদ্য গ্রহণে অক্ষম এবং জড় কোষ প্রাচীর বিশিষ্ট তাদেরকে
উদ্ভিদ বলে ।
11. মানুষের বৈজ্ঞানিক নাম – Homo
sapiens.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন