তাপহারী বিক্রিয়া কাকে বলে,
তাপহারী বিক্রিয়া (Endothermic Reaction) পরিচিতিঃ-
যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য তাপের শোষণ ঘটে, তাকে তাপহারী বিক্রিয়া বলে।
অন্যভাবে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার
সময় তাপশক্তি শোষিত হলে তাকে তাকে তাপহারী বিক্রিয়া বলে।
তাপহারী বিক্রিয়ায় বিক্রিয়া সম্পন্ন হওয়ার
সাথে সাথে বিক্রিয়াপাত্র ও বিক্রিয়া-দ্রবণ শীতল বা ঠাণ্ডা হতে থাকে।
এই বিক্রিয়ায় শোষিত তাপকে উৎপাদের সাথে বিয়োগ
দিয়ে বা বিক্রিয়কের সাথে যোগ দিয়ে
অথবা ∆H হিসেবে প্রকাশ করা হয়। তাপহারী
বিক্রিয়ায় ∆H এর মান
ধনাত্নক হয়।
যেমন, তাপ, চাপ ও প্রভাবকের উপস্থিতিতে
নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে দুই মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন
হওয়ার সময় 180 কিলোজুল তাপ শোষিত হয়।
N2(g) + O2(g) ⥧ 2NO(g) – 180kJ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন