পোস্টগুলি

মার্চ, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সরল দোলগতি ।

ছবি
সরল দোলগতিঃ- কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল বল যদি সর্বদা বস্তুর গতিপথের মধ্য বিন্দুর অভিমুখী হয় এবং বিন্দু থেকে বস্তুর সরণ সমানুপাতিক হয়, তবে সে বলের অধীনে বস্তুর গতিকে সরল দোল গতি বলে।  সরল দোলকের গতি, সুরশলাকার গতি সরল দোলগতির উদাহরণ।

মাইট্রোকন্ড্রিয়া এর কাজ কী,

ছবি
শ্বসনে অংশগ্রহনকারী এ অঙ্গাণুটি বেনডা ( Benda ) ১৮৯৮ সালে আবিষ্কার করেন। এটি দ্বিস্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লী দিয়ে ঘেরা। ভিতরের স্তরটি ভিতরের দিকে ভাজ হয়ে থাকে। এদের ক্রিস্টি ( Cristae ) বলে। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এদের অক্সিজোম ( Oxisome ) বলে। অক্সিজোমে উৎসেচকগুলো সাজানো থাকে। মাইট্রোকন্ড্রিয়ার ভিতরে থাকে ম্যাট্রিক্স ( Matrix ) । জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইট্রোকন্ড্রিয়ার প্রধান কাজ। আমরা জানি শ্বসন ক্রিয়ার প্রধান ধাপ দুটি। এর প্রথম ধাপ গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো মাইট্রোকন্ড্রিয়ায় ঘটে না। তবে দ্বিতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ন ধাপ ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো এ অঙ্গানুর মধ্যেই সম্পন্ন হয়।  ক্রেবস চক্রে সর্বাধিক শক্তি উৎপন্ন হয়। এ জন্য মাইট্রোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। এ শক্তি জীব তার বিভিন্ন কাজে ব্যবহার করে। কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ ও প্রাণী কোষে এদের পাওয়া যায়। আমাদের Android Community তে যোগ দিন Facebook

Symphony P6 Review

ছবি
কিছুদিন আগে সিম্ফনি রিলিজ করলো তাদের ফ্যাবলেট সিরিজের নতুন স্মার্টফোন Symphony Xplorer P6. মাত্র  ৯,৯৯০  টাকাই। এককথায় অসাধারন একটা ফোন। চলুন দেখে নেই  স্মার্টফোন টিতে কি? কি? দেয়া হয়েছেঃ এতে রয়েছে 5.3 ইঞ্চি আইপিএস ডিসপ্লে। র‍্যাম ১জিবি ও রম ৮ জিবি। রয়েছে মিডিয়াটেক 1.3 GHz কোয়াড কোর প্রসেসর। চলছে আন্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমে। পুরু সিস্টেমকে ব্যাকআপ দিচ্ছে  ২৩০০   এমএএইচ ব্যাটারি। চলুন দেখে নেই স্মার্টফোনটির বিস্তারিত স্পেসিফিকেশনঃ => Chipset : OS : Android v5.0 Lolipop CPU Clock: 1.3Ghz Core : 4 GPU : Mali 400MP2 => Memory : RAM : 1GB ROM : 8GB Micro SD : up to 32GB => Network : SIM Mode : Dual SIM & Dual Standby SIM Type : Normal Network Type : UMTS+GSM => Display : Size : 5.3 Inches Multitouch : Yes Protection : None Resolution : 1280×720 Pixels & 16.7M Color Depth Display Type : HD IPS => Camera : Rear camera : 13.0 Mega Pixels Front camera : 5.0 Mega Pixels Flash : Tri-LED Rear Flash & Selfie Flash =>

বিভিন্ন জীবের বৈজ্ঞানিক নাম

    সাধারণ নাম              বৈজ্ঞানিক   নাম ধান Orayza   sativa পাট Corchorus capsularis আম Mangifera indica কাঁঠাল Artocarpus heterophyllus শাপলা Nymphea nouchali জবা Hibiscus rosa-sinensis কলেরা জীবাণু Vibrio cholera ম্যালেরিয়া জীবাণু Plasmodium vivax আরশোলা Periplaneta Americana মৌমাছি Apis indica ইলিশ Tenualosa ilisha কুনোব্যাঙ Bufo melanostictus দোয়েল Copsychus saularis রয়েল বেঙ্গল টাইগার Panthera tigris মানুষ Homo sapiens

রক্ত কী এবং রক্তের কাজ কী

রক্ত : রক্ত কি ? প্রশ্নটির উত্তর সাধারণভাবে দিলে বলা যায় শরীরের কোন অংশে কেটে গেলে লাল রঙের যে তরল পদার্থ বের হয়ে আসে তাই রক্ত । ইহা স্বাদে লবণাক্ত , অস্বচ্ছ , ঈষৎ ক্ষারীয় ও আঠালো চটচটে তরল পদার্থ । একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে গড়ে ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে। প্রধানত অস্তিমজ্জায় রক্ত উৎপন্ন হয় । রক্তের উপাদান : রক্ত প্রধানত দুটি উপাদান নিয়ে গঠিত ।যথা : ·          ১। রক্তরস বা প্লাজমা ·          ২। রক্ত কণিকা রক্তরস : রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলে ।এই রক্তরসে রক্তকণিকা ভাসমান অবস্থায় থাকে ।রক্তরসে পানির পরিমাণ ৯২% । এছাড়াও রক্তরসে গ্লুকোজ , অ্যামাইনো এসিড , ফ্যাটি এসিড , গ্লিসারল , আমিষ (যেমন : অ্যালুবুমিন , ফিব্রিনোজেন) , খনিজলবণ , হরমোন , ভিটামিন , ইউরিয়া , এন্টিবডি , অক্সিজেন , কার্বনডাইঅক্সাইড ও অন্যান্য বর্জ্য পদার্থ । রক্তের কাজ : ·          ১। রক্ত সারা দেহে পানি ও তাপের সমতা রক্ষা করে । ·          ২। লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুস থেকে কোষে কোষে অক্সিজেন পরিবহণ করে । ·          ৩। শ্বে

অস্থি কী, Bone

ছবি
v   অস্থি যোজক কলার রুপান্তরিত রূপ। এটি দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা। অস্থির মাতৃকা বা আন্তকোষীয় পদার্থ একপ্রকার জৈব পদার্থ দ্বারা গঠিত। অস্থির মাতৃকা শক্ত ও ভঙ্গুর। মাতৃকার মাঝে অস্থিকোষ গুলো ছড়ানো থাকে। অস্থিকোষ কে Osteoblast বলা হয়। এসব কোষ শাখা-প্রশাখাযুক্ত দেখতে অনেকটা মাকড়সার জালের মতো। অস্থি মূলত ফসফরাস, সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ দিয়ে তৈরি। এছাড়া অস্থিতে প্রায় ৪০-৫০ ভাগ পানি থাকে। জীবিত অস্থিকোষে  ৪০% জৈব এবং ৬০% অজৈব পদার্থ থাকে। অস্থি বৃদ্ধির জন্য প্রচুর ভিটামিন “ডি” ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহন করতে হবে।  

Honda CBR 150

ছবি
আপনাদের সবাইকে স্বাগতম । আজ যে বাইকটি সম্পর্কে জানব সেটা হল বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড  হোন্ডা সিবিআর ১৫০ । বাইকটি সম্পর্কে শুনলেই বা  বাইকটি দেখলেই সবার চোখে একটা ঝলকানী দিয়ে ওঠে । কারণ হল , বাইকটির চরম সেক্সি লুক , স্টাইল , মাইলেজ , স্পীড সবকিছূ । বাইকটি বাংলাদেশের অন্যতম একটা রেসিং বাইক হিসেবে পরিচিত । আসলে হোন্ডার বাইক মানেই নতুন কোন চমক থাকবেই । এই বাইকটিতেও সেটাই রয়েছে । তো চলুন , আজ আমরা জেনে নিই বাইকটির খুটিনাটি সবকিছু । ওভারভিউ : আপনি যখন বাইকটি কোথাও থামাবেন , তখন পাশের অডিয়েন্সের লুক দেখরেই বাইকটির সম্পর্কে আপনার গর্ব হবে । এর বডির গঠন এর পুরাতন হোন্ডা সিবিআর ২৫০ এর মতই কিছুটা । স্পোর্টটি কালার এবং গ্রাফিক্স এবং সুন্দর ফিনিশিং এর ফুয়েল ট্যাঙ্ক বাইকটিকে একটা গর্জিয়াস লুক দিয়েছে । ইন্জিনের ব্লাক কালার এবং এলয় হুইলের কালার বাইকটিকে আরও তারুণ্য এনে দিয়েছে । এর Y  শেপড হেডলাইট এবং ব্লাক সারাউন্ডিং এবং চোখের মত টুইন পিলট ল্যাম্প বাইকটিকে খুবই সুন্দর একটা লুক দিয়েছে । বাইকটির প্লাষ্টিক গুলো বেশ মজবুত এবং নিখুত ফিনিশিং এর এবং এর বেশ চওড়া সিট আপনাকে বাইকটির উপর বসে রাই