এসএমএস এর মাধ্যমে সিম পুনঃ নিবন্ধন করবেন যেভাবে, বিস্তারিত জেনে নিন

প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন।
বর্তমানে মোবাইল এ যোগাযোগ আমাদের জীবনের অপরিহার্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সংগত কারণেই মোবাইল ফোন ব্যবহারসংক্রান্ত বিষয়াদি সুরক্ষিত ও নিরাপদ রাখতে যথার্থ পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। তাই সম্প্রতি সিম পুনঃ নিবন্ধনের বিষয়টি আবারো সামনে এসেছে। এরই লক্ষ্যে বাংলাদেশের সরকার সব মোবাইল ফোনের নিবন্ধন নিশ্চিত করার প্রক্রিয়াও শুরু করেছে। দেখা যাচ্ছে যে, বেশিরভাগ ব্যবহারকারী সঠিক তথ্য না দিয়েই সিম নিবন্ধন করে ব্যবহার করছেন। ফলে এতে ব্যবহারকারীদের নিরাপত্তার প্রশ্নে যেমন ঝুঁকি আছে, তেমনিভাবে অপরাধীরা আরো বেশি অপরাধপ্রবণ হয়ে ওঠাসহ নিজেদের পরিচয় গোপন করে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি করবে এমন সম্ভাবনাও বাড়ছে । সঠিক পরিচয় না দিয়ে রেজিস্ট্রেশান না করার কারনে দিন অপরাধ প্রবনতা বারছে। তাই নিজের এবং সমাজের সকলের ভালর কথা ভেবে আমাদের সঠিক তথ্য দিয়ে সিম রেজিস্ট্রেশান করা উচিত।
দেখা গেছে একটি আইডি দিয়ে হাজার হাজার সিম কেনা হয়েছে। আসল মালিকের সিম কোনটা সেটা কেউ জানে না। তাই আপনি চাইলে এস এম এস এর মাধ্যমে আপনার সঠিক সিম কোনটা সেটা নিশ্চিত করতে পারেন। তানা করলে হয়ত হারাতে পারেন এতদিন ধরে ব্যবহার করে আসা আপনার প্রিয় নাম্বারটি। তাই দেরি না করে আজই এস এম এস এর মাধ্যমে অতি সহজেই আপনি আপনার সিম নিবন্ধন করে ফেলুন।
এস এম এস এর মাধ্যমে কি করে সিম পুনঃ নিবন্ধন করবেন তা নিছে আলচনা করা হল।
আপনার যে নাম্বার সেই নাম্বার থেকে মেসেজ অপশন এ গিয়ে প্রথমে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার লিখুন তারপর কমা দিয়ে জন্মসাল লিখুন এবং কমা দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নাম আছে সেটা হুবহু লিখুন। মনে রাখবেন ন্যাশনাল আইডি কার্ডে জা আছে ওইটাই লিখতে হবে। জন্মসাল আইডি কার্ডেই পাবেন।  উধাহরন সরূপ নিছে দেখুন।
xxxxxxxxxxxxx, 25 Oct 1998, Md Fahim Rayhan
এবং মেসেজ সেন্ড করুন 1600 নাম্বার এ।  এখানে xxxxxxxxxxxxx এর জায়গায় আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার লিখুন।
এভাবে এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং টেলিটক গ্রাহকরা সিম নিবন্ধন করতে পারবেন।
সিটিসেল গ্রাহকরা মেসেজ এর আগে সুধু U যোগ করবেন। না বুঝলে নিছের দিকে খেয়াল করুন।
U xxxxxxxxxxxxx, 25 Oct 1998, Md Fahim Rayhan
এবং মেসেজ সেন্ড করুন 1600 নাম্বার এ।  এখানে xxxxxxxxxxxxx এর জায়গায় আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার লিখুন।
আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্ট করুন। আজ ভাল থাকবেন। আল্লাহ হাফেয।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গুরুত্বপুর্ন মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা ও আপেক্ষিক ভর

রক্ত কণিকার কাজ কী

তাপহারী বিক্রিয়া কাকে বলে,