মাইট্রোকন্ড্রিয়া এর কাজ কী,

শ্বসনে অংশগ্রহনকারী এ অঙ্গাণুটি বেনডা ( Benda ) ১৮৯৮ সালে আবিষ্কার করেন। এটি দ্বিস্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লী দিয়ে ঘেরা। ভিতরের স্তরটি ভিতরের দিকে ভাজ হয়ে থাকে। এদের ক্রিস্টি ( Cristae ) বলে। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এদের অক্সিজোম ( Oxisome ) বলে। অক্সিজোমে উৎসেচকগুলো সাজানো থাকে। মাইট্রোকন্ড্রিয়ার ভিতরে থাকে ম্যাট্রিক্স ( Matrix ) । জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইট্রোকন্ড্রিয়ার প্রধান কাজ। আমরা জানি শ্বসন ক্রিয়ার প্রধান ধাপ দুটি। এর প্রথম ধাপ গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো মাইট্রোকন্ড্রিয়ায় ঘটে না। তবে দ্বিতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ন ধাপ ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো এ অঙ্গানুর মধ্যেই সম্পন্ন হয়। ক্রেবস চক্রে সর্বাধিক শক্তি উৎপন্ন হয়। এ জন্য মাইট্রোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। এ শক্তি জীব তার বিভিন্ন কাজে ব্যবহার করে। কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ ও প্রাণী কোষে এদের পাওয়া যায়। আমাদের Android Community তে যোগ দিন Facebook