বিজ্ঞান নিয়ে একটি ব্লগ
বিজ্ঞান আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে। এটি আমাদেরকে নতুন জিনিস শিখতে এবং নতুন আবিষ্কার করতে উৎসাহিত করে। ই ব্লগের মাধ্যমে আপনি বিজ্ঞানের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে পারেন এবং বিজ্ঞানের অগ্রগতির জন্য অবদান রাখতে পারেন।
জোকস এক্সপ্রেস
লিঙ্ক পান
Facebook
X
Pinterest
ইমেল
অন্যান্য অ্যাপ
জোকস - ০১ : মাতাল!!!!!!!!!!
এক মাতাল একদিন অনেক মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ঢুকল। কিন্তু সে ঘরে না ঢুকে ভুল করে গোয়ালঘরে ঢুকে পড়ল, তারপর গরুর লেজ ধরে বলল - ↓ ↓ ↓ ↓ ↓ ↓ কিগো ময়নার মা, প্রতি দিন দুটো বেণী কর, আজ একটা কেনো?? :)
তাপহারী বিক্রিয়া (Endothermic Reaction) পরিচিতিঃ- যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য তাপের শোষণ ঘটে, তাকে তাপহারী বিক্রিয়া বলে। অন্যভাবে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপশক্তি শোষিত হলে তাকে তাকে তাপহারী বিক্রিয়া বলে। তাপহারী বিক্রিয়ায় বিক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে বিক্রিয়াপাত্র ও বিক্রিয়া-দ্রবণ শীতল বা ঠাণ্ডা হতে থাকে। এই বিক্রিয়ায় শোষিত তাপকে উৎপাদের সাথে বিয়োগ দিয়ে বা বিক্রিয়কের সাথে যোগ দিয়ে অথবা ∆ H হিসেবে প্রকাশ করা হয়। তাপহারী বিক্রিয়ায় ∆ H এর মান ধনাত্নক হয়। যেমন, তাপ, চাপ ও প্রভাবকের উপস্থিতিতে নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে দুই মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার সময় 180 কিলোজুল তাপ শোষিত হয়। N 2 (g) + O 2 (g) ⥧ 2NO (g) – 180kJ
রক্ত কণিকা রক্ত কণিকার কাজ ১) লোহিত রক্ত কণিকার কাজঃ- i. লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ফুসফুস থেকে O 2 এবং সামান্য CO 2 পরিবহন করে । ii. রক্তের সান্দ্রতা রক্ষা করে । iii. হিমোগ্লোবিন ও অন্যান্য আন্তঃকোষীয় বস্তু বাফাররূপে রক্তে অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করে । iv. রক্তে বিলিরুবিন উৎপাদন করে । v. প্লাজমা ঝিল্লীতে এন্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে যা মানুষের রক্তের গ্রুপিংয়ের জন্য দায়ী । ২) শ্বেত রক্ত কনিকার কাজঃ- i. মনোসাইট ও নিউট্রিফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে ধ্বংস করে । ii. নিউট্রোফিলের বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে । iii. দানাদার লিকোসাইট হিস্টাসিন সৃষ্টি করে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে । iv. লিস্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে । ৩)অনুচক্রিকার কাজঃ- i. রক্তনালীর ক্ষতিগ্রস্ত এন্ডোথেরিয়াল আবরণ পুনর্গঠন করে । ii. সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যা রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন