বিজ্ঞান নিয়ে একটি ব্লগ
বিজ্ঞান আমাদের চারপাশের জগতকে বুঝতে সাহায্য করে। এটি আমাদেরকে নতুন জিনিস শিখতে এবং নতুন আবিষ্কার করতে উৎসাহিত করে। ই ব্লগের মাধ্যমে আপনি বিজ্ঞানের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে পারেন এবং বিজ্ঞানের অগ্রগতির জন্য অবদান রাখতে পারেন।
জোকস এক্সপ্রেস
লিঙ্ক পান
Facebook
X
Pinterest
ইমেল
অন্যান্য অ্যাপ
জোকস - ০১ : মাতাল!!!!!!!!!!
এক মাতাল একদিন অনেক মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ঢুকল। কিন্তু সে ঘরে না ঢুকে ভুল করে গোয়ালঘরে ঢুকে পড়ল, তারপর গরুর লেজ ধরে বলল - ↓ ↓ ↓ ↓ ↓ ↓ কিগো ময়নার মা, প্রতি দিন দুটো বেণী কর, আজ একটা কেনো?? :)
তাপহারী বিক্রিয়া (Endothermic Reaction) পরিচিতিঃ- যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য তাপের শোষণ ঘটে, তাকে তাপহারী বিক্রিয়া বলে। অন্যভাবে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপশক্তি শোষিত হলে তাকে তাকে তাপহারী বিক্রিয়া বলে। তাপহারী বিক্রিয়ায় বিক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে বিক্রিয়াপাত্র ও বিক্রিয়া-দ্রবণ শীতল বা ঠাণ্ডা হতে থাকে। এই বিক্রিয়ায় শোষিত তাপকে উৎপাদের সাথে বিয়োগ দিয়ে বা বিক্রিয়কের সাথে যোগ দিয়ে অথবা ∆ H হিসেবে প্রকাশ করা হয়। তাপহারী বিক্রিয়ায় ∆ H এর মান ধনাত্নক হয়। যেমন, তাপ, চাপ ও প্রভাবকের উপস্থিতিতে নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে দুই মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার সময় 180 কিলোজুল তাপ শোষিত হয়। N 2 (g) + O 2 (g) ⥧ 2NO (g) – 180kJ
প্যাসকেলের সূত্রঃ আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা : বলবৃদ্ধিকরণ নীতি আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম পিস্টন সেই বলের বহুগুন বেশি বল প্রযুক্ত হতে পারে। একে বল বৃদ্ধিকরণ নীতি বলে। বড় পিস্টনের ক্ষেত্রফল যত বেশি হবে বলও তত বেশি অনুভুত হবে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন