এক স্কুল বালকের গল্প
মিশিগানের এক স্কুল থেকে একটা বাচ্চাকে বের করে দেয়া হলো। বাচ্চার মাকে ডেকে স্কুল কর্তৃপক্ষ জানালো যে, আপনার টমি এতই বোকা যে, ওকে শিক্ষিত করে তোলা কারো পক্ষেই সম্ভব নয়! টমির মা বলল, মোটেই আমার টমি বোকা নয়, আমিই টমিকে পড়া শেখাবো।
টমির স্কুলে পড়ার সৌভাগ্য হয়েছিল মাত্র তিন মাস। আমাদের ভাষায় সোজা বাংলায় যেটাকে বলা যায় অশিক্ষিত/মুর্খ। এই বোকা টমি পরবর্তিতে পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল। কয়েকশত নতুন জিনিস আবিষ্কারের জনক সেই বোকা টমি।
পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী টমাস আলভা এডিসন। এমন ভুরি ভুরি উদাহরন আমাদের আশে- পাশেই আছে। একটা দেশ বা দল যখন যুদ্ধে জয়ী হয় তখন কিন্তু তাদের ছোট ছোট পরাজয়ও থাকে। যেমন- অনেক সৈন্য মারা যায়, আহত হয়। কিন্তু চূড়ান্ত ভাবে তারা জয়ী হয়। তেমনি জীবনটা যুদ্ধের মতো। ছোট ছোট পরাজয় থাকবেই। এই ছোট ছোট পরাজয় ডিঙ্গিয়ে আমাদেরকে জয়ী হতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন