পানির নিচে রহস্য

মানুষ তো জন্মগতভাবে সুন্দরের পূজারি আর তার সঙ্গে যদি থাকে রহস্য , তাহলে তো কথাই নেই। মানুষ সৌর্ন্দয আর রহস্য দুটোই ভালোবাসে। পানির নিচের রহস্য নিয়ে মানুষের মনে আগ্রহের কমতি নেই। কোন কোন প্রাণী বাস করে , কী কী আছে ওখানে ? আরো কত কি ? ভেবে দেখুন তো , যদি একটি শহরই খুঁজে পান এ পানির ভেতর , কী রকম বিস্ময় আর আগ্রহ তৈরি হবে। মানুষের তিলে তিলে গড়ে তোলা কিছু সুন্দর শহরই এখন পানির নিচে আরো সৌন্দর্যবর্ধন করে চলেছে। আকর্ষণ কেড়ে নিয়েছে মানুষের — জাপানের ইয়োনাগুনি স্তম্ভ বিশেষজ্ঞদের মনে এখনো প্রশ্ন আছে , ইয়োনাগুনি স্তম্ভটি কি মানুষের তৈরি , নাকি প্রাকৃতিকভাবে সৃষ্ট এ শক্তিশালী স্তম্ভের পিরা...