মাইটোসিস / সমীকরনিক কোষ বিভাজন

মাইটোসিস একটি  কোষ বিভাজন প্রক্রিয়া ।
এই প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় ।



http://www.fahimrayhan.blogspot.com
মাইটোসিস


এই সময় নিউক্লিয়াস একবার বিভাজিত হয় ; ক্রোমোসোমও একবার 
বিভাজিত হয়। 
ফলে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে।
তাই মাইটোসিসকে বলা হয় সমীকরনিক বিভাজন বা Equational Didision

মাইটোসিসের ফলে যে দুটি কোষ সৃষ্টি হয় তারাও প্রস্তুতি গ্রহন করে আবার বিভাজিত হয়।
এইভাবে মাইটোসিস ক্রমান্বয়ে চলতে থাকে।
দুইবার মাইটোসিস কোষ বিভাজনের মধ্যবর্তি পর্যায়কে প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেজ বলে।


http://www.fahimrayhan.blogspot.com
কোষ চক্র



কোষের প্রস্ততি পর্যায় এবং বিভাজন পর্যায়কে একত্রে কোষ চক্র বলে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গুরুত্বপুর্ন মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা ও আপেক্ষিক ভর

তাপহারী বিক্রিয়া কাকে বলে,

রক্ত কণিকার কাজ কী