একটি সফলতার কাহিনী

একটি সফলতার কাহিনী

বিশ্ববিখ্যাত হোন্ডা মটরস এর প্রতিষ্ঠাতা সইচিরো হোন্ডা। পেশা জীবনের শুরুতে টয়োটা কোম্পানিতে চাকরির চেষ্টা চালিয়ে ব্যার্থ হন। সময়টাও চাকরীর জন্য বৈরী ছিল বৈকি। জাপান তখন সবে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে বিধ্বস্ত এক দেশ। কিন্তু দমে যাওয়ার পাত্র ছিলেন না হোন্ডা। নিজের গ্যারেজেই বসে বানাতে চেষ্টা করেন স্কুটার। তার উদ্ভাবিত স্কুটার খুব দ্রুত প্রতিবেশীদের আকৃষ্ট করতে সক্ষম হয় ও আস্তে আস্তে তা বিক্রি হতে থাকে। হোন্ডা তার উদ্ভাবনের সম্ভাব্য বাজারের কথা চিন্তা করে নিজেই প্রতিষ্ঠা করেন এক কোম্পানি। শ্রম ও একনিষ্ঠতার বদৌলতে এই কোম্পানিই পরবর্তীতে হয়ে ওঠে বিশ্ববিখ্যাত হোন্ডা কোম্পানি।
বিজয়ীরা কখনো হার মানে না। সাফল্য তার কাছেই ধরা দেয় যে হার মানতে নারাজ। তাই তো পৃথিবীতে জয়ীর সংখ্যা কম, পরাজিতর সংখ্যা অনেক বেশি।
নিজেকে প্রশ্ন করুন, আপনি কোনটি হতে চান?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গুরুত্বপুর্ন মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা ও আপেক্ষিক ভর

রক্ত কণিকার কাজ কী

ঘনত্ব কাকে বলে.