কি খেলে রক্ত বাড়ে???




রক্ত লাল হয় হিমোগ্লোবিন নামক এক ধরনের প্রোটিনের কারণে। আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ আয়রন প্রয়োজন হিমোগ্লোবিনের মাত্রাকে ভালো রাখতে। শরীরে হিমোগ্লোবিনের আমাদের
পরিমাণ কমে গিয়ে রক্তশূন্যতা হতে পারে। অস্থিমজ্জা রক্ত কোষ উৎপন্ন করে। তবে এই কোষ সাধারণত একটি নির্দিষ্ট সময় পর মারা যায়। তাহলে কীভাবে রক্ত বৃদ্ধি পায়?

১. আয়রন সমৃদ্ধ খাবার খান হিমোগ্লোবিন তৈরির জন্য
আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া
প্রয়োজন। হিমোগ্লোবিন
তৈরিতে লাল মাংস, শাক,
ডিম,পালং শাক, কচু ইত্যাদি
খাদ্য তালিকায় রাখতে
পারেন।

২. ফলিক এসিড
ভিটামিন বি৯ ও ফলিক এসিড
লোহিত রক্ত কণিকা উৎপন্ন
করতে সাহায্য করে। শরীরে
এগুলোর চাহিদা পূরণে পালং
শাক, বাদাম, ডাল, সিরিয়াল
এগুলো খেতে পারেন।

৩. ভিটামিন বি ১২
ভিটামিন ১২ সমৃদ্ধ খাবার
দাবার লোহিত রক্ত কণিকা
উৎপন্ন করতে সাহায্য করে।
মাছ, ডিম, গরুর মাংসের
লিভার, দুগ্ধ জাতীয় খাবার এই
চাহিদা পূরণ করবে।

৪. সবুজ শাক
সবুজ শাকে রয়েছে আয়রণ,
প্রোটিন, ভিটামিন বি এবং
ভিটামিন সি। এগুলো রক্তের
জন্য খুব ভালো। তাই রক্ত ভালো
রাখতে সবুজ শাকসবজি খান।

৫. কমলা
কমলা রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়াতে সাহায্য করে। এটি
লোহিত রক্ত কণিকা বাড়াতে
সাহায্য করে। তাই এসব
উপকার পেতে নিয়মিত কমলা
খান।

মন্তব্যসমূহ

  1. Hii Fahim, tomar blog ta khub sundor but adsense ad kno use karona ???? aaj kal ami onek bangla blog a dekhechi sobai adsense ad use korche

    উত্তরমুছুন
  2. Thanks for your valuable comment.
    bro adsense a to bangla support korena,
    ora bangla site submit korena"

    উত্তরমুছুন
  3. নতুন নতুন সব মোবাইলের দাম এবং বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন www.getsview.com

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গুরুত্বপুর্ন মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা ও আপেক্ষিক ভর

রক্ত কণিকার কাজ কী

তাপহারী বিক্রিয়া কাকে বলে,