ঘনত্ব কাকে বলে.

ঘনত্ব
আয়তনঃ কোন বস্তু যে জায়গা জুড়ে থাকে  তাকে এর আয়তন বলে ।
ঘনত্বঃ কোন বস্তুর একক  আয়তনের ভরকে  তার উপাদানের  ঘনত্ব  বলে । ঘনত্ব পদার্থের একটি সাধারণ ধর্ম । ঘনত্ব বস্তুরউপাদানের ও তাপমাত্রার উপর নির্ভরশীল ।
ঘনত্বকে  ρ দ্বারা প্রকাশ কর হয়  m ভরের কোন বস্তুর আয়তন v হলে,ঘনত্ব ρ হবে
ঘনত্বের মাত্রা
ঘণত্বের একক 
সমান আয়তনের এক টুকরা কর্ক এবং এক টুকরা লোহা পানিতে ছেড়ে দিলে দেখা যাবে কর্কের টুকরা ভেসে আছে  আর লোহার টুকরা ডুবে গেছে । সাধারণ ভাবে বলা যায়  কর্কের চেয়ে লোহার ঘনত্ব বেশি তাই ডুবে গেছে । আসলে আয়তন সমান হলেও যার ঘনত্ব বেশি সেটি ভারী  আর  যার ঘনত্ব কম সেটি হালকা
জর্ডানে অবস্থিত মৃত সাগরে পানিতে লবণ এবং অপদ্রব্য বেশি থাকার কারণে পানির ঘনত্ব এত বেশি যে মানুষ পানিতে ভেসে থাকতে পারে।
কয়েকটি পদার্থ এবং তাদের ঘনত্বঃ



    দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহারঃ
    ·         হাইড্রোজেনের ঘনত্ব বায়ুর ঘনত্ব থেকে কম হওয়ায় বেলুনে হাইড্রোজেন গ্যাস ভরে সহজে উপরের দিকে ওড়ানো হয়
    ·         সঞ্চয়ী কোষে ব্যবহৃত সালফিউরিক এসিডের ঘনত্ব

  •  1.5 imes 10^3 kgm^{-3}  থেকে  1.3 imes 10^3 kgm^{-3}। ·         হাইড্রোমিটার দিয়ে মাঝে মাঝে ঘনত্ব মেপে দেখতে হয়। ঘনত্ব বেশি হলে কোষ নষ্ট হয়ে যেতে পারে
    ·         পচা ডিম পানিতে ভাসে এভাবে নষ্ট ডিম সনাক্ত করা যায়

মন্তব্যসমূহ

  1. নতুন নতুন মোবাইলের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.getsview.com

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গুরুত্বপুর্ন মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা ও আপেক্ষিক ভর

রক্ত কণিকার কাজ কী

তাপহারী বিক্রিয়া কাকে বলে,