মাংসখেকো উদ্ভিদ

মাংসখেকো গাছ,শুনতে অবিশ্বাস্য শোনালেও ঠিক যে প্রায় ৬০০ প্রজাতির উদ্ভিদ রয়েছে যারা ছোট কীটপতংগ থেকে শুরু করে অনেকে ছোট পাখি এমনকি ব্যাঙও খেয়ে ফেলতে পারে।

গাছ সাধারনত নিজের খাদ্য নিজেই তৈরী করতে পারে,অন্যান্য গাছের মত মাংসাশী গাছও খাদ্য তৈরী করতে পারে। সাধারনত এরা ভেজা নীচু পরিবেশে জন্মায় যেখানে মাটিতে খনিজ উপাদান কম থাকে,তাই খাদ্য তৈরীতে প্রয়োজনীয় খনিজ উপাদান সংগ্রহের জন্য এদের মাংশল প্রাণী শিকার করতে হয়। ফাদ পেতে বা বিষাক্ত রসের মাধ্যমে এরা শিকারের কাজ সম্পন্ন করে।


ফাদ দুরকমের হতে পারে,কোনো কোনো উদ্ভিদের সচল অঙ্গ নিকটে শিকার আসলেই ঝাপিয়ে পরে।কোনো কোনো উদ্ভিদ নি:শ্চল, ফাদ নিয়ে বসে থাকে,পতংগ নিজেই কখনো মধুর লোভে কখনো কৌতুহলের বসে ফাদে এসে ধরা দেয়।
কিছু শিকারি উদ্ভিদের নাম-pitcher plant,Sundew plant,Venus’s-flytrap





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গুরুত্বপুর্ন মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা ও আপেক্ষিক ভর

রক্ত কণিকার কাজ কী

তাপহারী বিক্রিয়া কাকে বলে,