রাসায়নিক বিক্রিয়া


১) সংযোজন বিক্রিয়াঃ- যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে
একটি মাত্র যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে, যেমনঃ- NH3 + HCL NH4CL,
.
২) বিযোজন বিক্রিয়াঃ- যে বিক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে দুই বা ততোধিক
মৌল বা যৌগে পরিনত হয় তাকে বিযোজন বিক্রিয়া বলে, যেমনঃ-HCL H2 + CL2,
.
৩)  দ্বিবিযোজন ( বিনিময় ) বিক্রিয়াঃ- যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি ভিন্ন যৌগের অণুর
মৌল স্থান অদল বলদ করে বা বিনিময় করে
একাধিক নতুন অণু গঠন করে তাকে বিনিময় বিক্রিয়া বলে, যেমনঃ- AgNO3 + NaCL AgCL + NaNO3,
.
৪) প্রতিস্থাপন বিক্রিয়াঃ- যে রাসায়নিক একটি মৌল অন্য একটি যৌগের অণুর এক বা একাধিক পরমাণুকে
সরিয়ে নিজেই তার স্থান দখল করে নতুন যৌগ উৎপন্ন করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে, যেমনঃ- Zn + H2SO4 ZnSO4 + H2.
.
৫) প্রশমন বিক্রিয়াঃ- যে বিক্রিয়ায় একটি এসিড বা একটি ক্ষারকের সংযোগে লবণ ও পানি উৎপন্ন হয় তাকে প্রশমন বিক্রিয়া বলে, যেমনঃ- 2HCL + MgO MgCl2 + H2O.
.
৬) দহন বিক্রিয়াঃ- যে রাসায়নিক বিক্রিয়ায় বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থে অগ্নিসংযোগ করলে তা ভিন্ন কোনো পদার্থে পরিনত হয় তাকে দহন বলে, যেমনঃ- C + O2  CO2


Fahim Rayhan

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গুরুত্বপুর্ন মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা ও আপেক্ষিক ভর

রক্ত কণিকার কাজ কী

তাপহারী বিক্রিয়া কাকে বলে,