বিস্ময়কর কিছু তথ্য !!!
***জেনে নিন কিছু অদ্ভুত তথ্যাবলী***
১. চকলেট হলো কুকুরের জন্য বিষ।
১টা বড় কুকুরকে মারতে
সামান্য কয়েক পাউন্ড চকলেটই
যথেষ্ট।
১. চকলেট হলো কুকুরের জন্য বিষ।
১টা বড় কুকুরকে মারতে
সামান্য কয়েক পাউন্ড চকলেটই
যথেষ্ট।
২. লিপস্টিকের প্রধান উপকরন হলো
মাছের আশেঁর গুড়া।
৩. মার্লবোরো সিগারেট কোম্পানীর
প্রথম মালিক
ফুসফুসের ক্যান্সারে মারা যান।
৪. পৃথিবীর সবচেয়ে বেশী লোকের
নামের প্রথম
বা শেষ অংশে “মোহাম্মদ” রয়েছে।
৫. চোখ খোলা রেখে হাচিঁ দেওয়া
কোন
মানুষের পক্ষেই সম্ভব না।
৬. কোকা কোলা কে গাড়ীর তেল
(মবিলের বিকল্প)
হিসেবে ব্যবহার করা যায়।
৭. আমেরিকার ওয়াশিংটনে মানুষ
অপেক্ষা
টেলিফোনের সংখ্যা বেশী।
৮. আমেরিকার মিশিগানে কোন
বিবাহিত মহিলার চুল
কাটাতে স্বামীর অনুমতি লাগে।
৯. আমেরিকার কলাম্বিয়া প্রদেশে
মেয়ের বাসর রাতে
তার মায়ের
উপস্থিতি বাধ্যতামূলক।
১০. লিওনার্ডো দা ভিন্চি একই সাথে
এক হাতে লিখতে
এবং অন্য হাতে ড্রয়িং করতে
পারতেন।
১১. এডলফ হিটলারের মা তার জন্মের
৩ মাস আগে এবরশন
করানোর জন্য ডাক্তারের কাছে
গিয়েছিলেন। তবে
কিছু স্বাস্থ্যগত জটিলতার জন্য
ডাক্তার সেটা করতে
বারণ করেন।
১২. ডেন্টিস্টদের মতে টুখব্রাশ
টয়লেটের কমোড থেকে
অন্ততঃ ৬ ফিট দুরে রাখা উচিত।
কারন ফ্লাশ করার সময়
জীবানু প্রায় ৫ ফিট দুরত্ব পর্যন্ত
ছড়ায়।
১৩. মেক্সিকো সিটি বছরে প্রায় ১০
ইঞ্চি দেবে যায়।
১৪. ব্যাঙ বমি করতে পারেনা। তাই
বিষাক্ত কিছু খেয়ে
ফেললে
বেচারা তার মুখ দিয়ে সম্পূর্ন
পাকস্থলীটা বের করে।
তারপর সামনের পা দিয়ে ওটাকে
আচ্ছামত চেপে ধরে
খালি করে।
১৫. হংকং এর আইন অনুসারে কোন
মেয়ের স্বামী
পরকীয়া করলে তাকে সে খুন করতে
পারে। তবে খুনটা
করতে হবে খালি হাতে। আর যে
মেয়ের
সাথে পরকীয়া
প্রেম করছিল, তাকে খুন করার জন্য
যেকোন অস্ত্র
ব্যবহার করা যাবে।
১৬.অস্ট্রেলিয়াতে বাচ্চারা সিগারেট
কিনতে পারবে
না!! কারণ এটা আইনবিরোধী কিন্তু
সিগারেট খেতে
টানতে পারবে এতে কোনো বাধা
নেই।
১৭. ইংল্যান্ডে টেলিভিশন ব্যাবহার
করার জন্য
লাইসেন্স করতে হয় কনফিউশন
আছে। ইংল্যান্ডে
যারা আছেন তারা কি বলতে পারবেন
ঘটনা সত্য
কিনা ।
১৮.থাইল্যান্ডে গাড়ি চালানোর জন্য
অবশ্যই আপনাকে
শার্ট পড়তে হবে । অর্থাৎ, আপনি
খালি গায়ে গাড়ি
চালাতে পারবেন না।
১৯.আমেরিকার ফ্লোরিডাতে আপনি
যদি পার্কিং
স্পটে কোনো হাতি বেঁধে রাখেন, তবে
আপনাকে সেই
হাতির জন্য পার্কিং ফি দিতে হবে!!
২০.বিস্ময়কর একটা আইন জানাচ্ছি
এইবার ,
আমেরিকার নিউইয়র্কে কোনো উঁচু
বিল্ডিং থেকে
লাফিয়ে পড়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড ,
(অর্থাৎ, কেউ
লাফিয়ে পড়ে যদি বেঁচে যায় তবে
তাকে
সুস্থ করে
বাঁচিয়ে তুলে এরপর আবার মেরে ফেলা
হবে ।
J
উত্তরমুছুন