ইমবাইবিশন, ব্যাপন, অভিস্রবণ

1.    ইমবাইবিশনঃ-  আমরা জানি কলয়েড জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ তরল পদার্থ শুষে নেয় । এ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলে ।

2.   ব্যাপনঃ- যে প্রকৃয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অনু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন বলে ।

  3.   অভিস্রবনঃ- দ্রাবকের বৈষম্য ভেদ্য পর্দা ভেদ করে তার উচ্চ ঘনত্বের দিক থেকে         কম ঘনত্বের দিকে প্রবাহিত হওয়াকে অভিস্রবণ বলে । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গুরুত্বপুর্ন মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা ও আপেক্ষিক ভর

তাপহারী বিক্রিয়া কাকে বলে,

রক্ত কণিকার কাজ কী