পদার্থের গঠন
পদার্থের গঠন অধ্যায়
1. অনুঃ- কোন যৌগিক অথবা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা ঐ
বস্তুর ধর্মাবলি অক্ষুণ্ণ রেখে স্বাধীনভাবে বিরাজ করতে পারে তাকে অণু বলে ।
যেমন পানির অণু H2O ইত্যাদি ।2.
2.পরমানুঃ- মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে পরমানু বলে ।
যেমন- হাইড্রোজেন পরমাণু (H), অক্সিজেন পরমাণু (o)
3. নিউক্লিয়াসঃ- পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারি বস্তু বিদ্যমান । এই ভারি বস্তুকে নিউক্লিয়াস বলে,
4. নিউট্রনঃ- পরমাণুর কেন্দ্রে অবস্থিত আধানবিহীন মৌলিক কণিকাকে নিউট্রন বলে । একে n দ্বারা প্রকাশ করা হয়,
5. প্রোটনঃ- পরমাণুর কেন্দ্রে অবস্থিত ধনাত্নক চার্জবিশিষ্ট স্থায়ী কণিকা হলো প্রোটন, এর প্রতিক p,
6. ইলেকট্রনঃ- পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন স্থায়ী কক্ষপথে আবর্তনরত ঋনাত্বক চার্জবিশিষ্ট মৌলিক কণিকাকে ইলেকট্রন বলে । এর প্রতিক e,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন