Biology General Knowledge (9-10)


Class 9-10 For SSC

1.       জীববিজ্ঞানকে কয়টি ভাগে ভাগ করা হয় ?
উত্তরঃ- ২ ভাগে, (উদ্ভিদ ও প্রানী)

2.       ভৌত বিজ্ঞানে কোন বিষয়ে আলোচনা করা হয়?
উত্তরঃ- তত্ত্বীয় বিষয় ।

3.       ভৌত বিজ্ঞানের বিষয়গুলো কী কী?
উত্তরঃ-  ১) অঙ্গসংস্থান বিদ্যা, ২) শ্রেনী বিন্যাস, ৩) শরীর বিদ্যা, ৪) হিস্টোলজি, ৫) ভ্রুন বিদ্যা, ৬) কোষ বিদ্যা, ৭) বংশগতি বিদ্যা, ৮) বিবর্তন বিদ্যা, ৯) বাস্তু বিদ্যা, ১০) জীব ভূগোল, ১১) এন্ড্রোক্রাইনলজি ।

4.       ভৌত বিষয়ের কোনটিতে জীবের দৈহিক কাঠামো নিয়ে আলোচনা করা হয়
উত্তরঃ-  অঙ্গসংস্থান বিদ্যা, Morphology.

5.       জীবের শ্রেণীবিন্যাস নিয়ে কোন শাখায় আলোচনা করা হয়?
উত্তরঃ-  Taxonomy.

6.       জীবের শারীর বৃত্তীয় কাজের বিবরণ পাওয়া যায় কোন শাখায়?
উত্তরঃ- Physiology.

7.       জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস কার্যাবলি যে শাখায় আলোচিত হয় তাকে কী বলে?
উত্তরঃ-  Histology.

8.       জীবের ভ্রুনের পরিস্ফুটন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?
উত্তরঃ-  Embryology. (ভ্রুন বিদ্যা)

9.       জীবদেহের কোষের গঠন ও কার্যাবলি নিয়ে কোন শাখায় আলোচনা  করা হয়?
উত্তরঃ-  Cytology.

10.   জিন ও বংশগতির ধারা সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় তাকে কী বলে?
উত্তরঃ-  জেনেটিক্স ।
11.   পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন সম্পর্কে কোন শাখায়  আলোচনা করা হয়?
উত্তরঃ-  বিবর্তন বিদ্যা, Evolution.

12.   প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আত্নসম্পর্ক সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?
উত্তরঃ-  বাস্তু বিদ্যা, Ecology.

13.   জীব দেহের হরমোন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?
উত্তরঃ-   Endocrinology.

14.   জীবের ভৌগলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?
উত্তরঃ-  Biogeography.

15.   ফলিত শাখায় কোন বিষয়ে আলোচনা করা হয়?
উত্তরঃ-  জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক দিক।

16.   ফলিত শাখায় মোট কয়টি বিষয় আলোচনা করা হয়?
উত্তরঃ-  ১৮টি ।
17.   জীববিজ্ঞানের কোন শাখায় প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জিবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয়?
উত্তরঃ-  Palaeontology. প্রত্নতত্ত্ববিদ্যা ।

18.   জীব পরিসংখ্যান নিচের কোনটি ?
উত্তরঃ-  Biostatistics.

19.   পরজীবীতা পরজীবী জীবের জীবন প্রণালী ও রোগ সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় তাকে কী বলে?
উত্তরঃ-  Parasitology.

20.   মাছ, মাছের উৎপাদন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?
উত্তরঃ-  Fisheries.

21.   কীটপতঙ্গের জীবন, উপকার, অপকার, ক্ষয়ক্ষতি ও দমন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?
উত্তরঃ-  Entomology.

22.   অণুজীববিজ্ঞান বা Microbiology বিদ্যায় কোন বিষয়ে আলোচনা করা হয়?
উত্তরঃ- ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অন্যান্য অণুজীব।

23.   মানবজীবন, চিকিৎসা, রোগ ইত্যাদি সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?
উত্তরঃ- Medical science

24.   জিন প্রযুক্তি সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?
উত্তরঃ- Genetic Engineering

25.   জীবের প্রানরাসায়নিক কার্যাবলি সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?

উত্তরঃ- Biochemistry. (প্রান রসায়ন)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গুরুত্বপুর্ন মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা ও আপেক্ষিক ভর

তাপহারী বিক্রিয়া কাকে বলে,

রক্ত কণিকার কাজ কী