বিশ্বের বৃহত্তম জাহাজ, Oasis Of The Seas
প্রিয় বন্ধুরা,কেমন আছেন ?
আজ আমি আপনাদেরকে সমুদ্র বিলাশে নিয়ে যাব-"Oasis Of The Seas" বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিলাশবহুল জাহাজে করে। Oasis Of The Seas কে আপনারা এ যুগের টাইটানিকও বলতে পারেন।ঘুরে আসার পর আপনাদের অনুভূতি জানাতে ভুলবেন না।
ধন্যবাদ।
আজ আমি আপনাদেরকে সমুদ্র বিলাশে নিয়ে যাব-"Oasis Of The Seas" বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিলাশবহুল জাহাজে করে। Oasis Of The Seas কে আপনারা এ যুগের টাইটানিকও বলতে পারেন।ঘুরে আসার পর আপনাদের অনুভূতি জানাতে ভুলবেন না।
ধন্যবাদ।
আমাদের জাহাজের নাম "ওয়েসিস অব সীস"-(Oasis Of The Seas)
সমূদ্র পথ পৃথিবীর ইতিহাসে সবচাইতে প্রাচীন যোগাযোগের মাধ্যম। ভাসমান জাহাজকে মানুষ বিনোদনের মাধ্যম হিসেবে বিভিন্ন ভাবে উপভোগ করেছে। টাইটানিকের বেদনাদায়ক ইতিহাস কারো অজানা নয়। তবুও মানুষ থেমে থাকেনি। এই আধুনিক যুগেও সমূদ্রের টানে মানুষ অর্থ ব্যয় করতে কার্পন্য করেনা। সম্প্রতি রয়্যাল ক্যারিবিয়্যানস কোম্পানী ওয়েসিস অব দ্যা সীস নামে বর্তমান বিশ্বের সর্বাধুনিক, ব্যয়বহুল ও বিলাশবহুল এ জাহাজ। যা ডিসেম্বর ২০০৯ তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।
এক নজরে Oasis Of The Seas: দৈর্ঘ: ৩৬০ মিটার (১১৮৭ ফিট) যা ইতিপূর্বে তৈরী রেকর্ডের চাইতে ২৩ মিটার বেশী। উচ্চতা: ১৬ তলা (শুধু যাত্রীদের জন্য)লিফট: ২৪ টি। যাত্রী ধারন ক্ষমতা: ৬২৯৬ জন যাত্রী, ২২৯৬ জন ক্রু। ওজন: ২ লাখ ২৫ হাজার মে. টন।
কি কি আছে এতে:২৭০৬ টি বিলাশ বহুল ক্যাবিন।২০ টি রেষ্টুরেন্ট ও কফিশপ।১৭ টি বার।২৫ টি শপিং পয়েন্ট। ২ টি ওয়াটার সার্ফিং পয়েন্ট যেখানে সার্ফিং করে সমূদ্রের মতোই স্বাদ পাওয়া যাবে। ১ টি মিনি গলফ কোর্স। ৪ টি সুইমিং পুল।১৩০০ সিটের একটি ইনডোর থিয়েটার।সত্যিকার বৃক্ষরাজীতে সুসজ্জিত সেন্ট্রাল পার্ক।এটি তৈরী করতে খরচ হয় ৮০০ মিলিয়ন পাউন্ড।
কি কি আছে এতে:২৭০৬ টি বিলাশ বহুল ক্যাবিন।২০ টি রেষ্টুরেন্ট ও কফিশপ।১৭ টি বার।২৫ টি শপিং পয়েন্ট। ২ টি ওয়াটার সার্ফিং পয়েন্ট যেখানে সার্ফিং করে সমূদ্রের মতোই স্বাদ পাওয়া যাবে। ১ টি মিনি গলফ কোর্স। ৪ টি সুইমিং পুল।১৩০০ সিটের একটি ইনডোর থিয়েটার।সত্যিকার বৃক্ষরাজীতে সুসজ্জিত সেন্ট্রাল পার্ক।এটি তৈরী করতে খরচ হয় ৮০০ মিলিয়ন পাউন্ড।
এই তো আমাদের জাহাজ Oasis Of
The Seas এসে পরল
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন