Dead Sea/ মৃত সাগর

 



 




 ►►ডেড সী বা মৃত সাগর কে মৃত বলা হয় কেন? :)
কারন এ সাগরে কোন মাছ বা জলজ প্রানি বাঁচে না। কেবল কিছু
ব্যক্টরিয়া ও ছত্রাক জাতীয় অনুজীব
পাওয়া যায়। এ জন্যই একে মৃত সাগর বলে। 
►►ডেড সী বা মৃত সাগরে কোন মানুষ ডুবে যায় না কেন?
সবাই জানে ডেড সী বা মৃত সাগরে কোন মানুষ ডুবে যায় না। কারন কি তা জানেন?

কারন হল মৃত সাগরে পানির ঘনত্ত্ব খুব বেশি। পানির ঘনত্ত্ব বেশির কারন
হচ্ছে লবন। অন্যান্য মহা সাগরে লবনের
পরিমান শতকরা ৫% – ৬%। কিন্তু এ মৃত সাগরে লবনের পরিমান ২৫% – ৩০%। তাছাড়া এর লবনাক্ততা স্বাভাবিক
সাগরের থেকে ৮.৬ গুন বেশি।
সমুদ্র পৃষ্ঠ থেকে ৪২০ মিটার(১,৩৭৮ ফিট)
নিচে এটি পৃথিবীর নিম্নতম স্থলভূমি ।
সাগর বলা হলেও এটি মূলত একটি লেক যার সর্বোচ্চ গভীরতা ১,২৪০ ফুট। এর দৈর্ঘ্য প্রায় ৬৭ কিলোমিটার
এবং প্রস্থে সর্বোচ্চ ১৮ কিলোমিটার।
এটি মধ্যপ্রাচ্যের জর্দান ও ইসরাঈলের
মধ্যখানে অবস্থিত। উল্লেখ্য, এই জায়গায় লুত (আ:)এর জাতি বাস
করত। তাদের মাঝে সমকামিতা মারাত্মক
আকার ধারণ করেছিল। লুত (আ:) তাদেরকে এ
জঘন্য কর্ম থেকে বিরত থাকতে বলেও কোন
ফল আসে নি। ফলে মহান আল্লাহর
হুকুমে তাদের এলাকা উল্টিয়ে দেয়া হয়। এতে সেখানে একটি সাগরের সৃষ্টি হয়।
আর এটিই বর্তমানে মৃত সাগর বা Dead Sea বলা হয়।
...
মহান আল্লাহ পাক এটি করে দিয়েছেন এ
জন্য যে যাতে যুগ যুগ ধরে পৃথিবীর সকল
মানুষ এ থেকে শিক্ষা নিতে পারে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গুরুত্বপুর্ন মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা ও আপেক্ষিক ভর

তাপহারী বিক্রিয়া কাকে বলে,

রক্ত কণিকার কাজ কী