অবাক তথ্য
৩৫ টি অবাক করা মজার তথ্য!!!
চমকে দিবে আপনাকে! দু'মিনিট সময়
খরচ করলে লাভ ব্যাতিত
ক্ষতি হবে না মনে হয়..
ভালো লাগলে শেয়ার করে আপনার
ফেইসবুক টাইমলাইনে সেইভ রাখুন ...।
1) অক্টোপাসের
দেহে তিনটি হৃদপিণ্ড আছে।
তাহলে তো তার অনেক হৃদয়বান হওয়ার
কথা তাইনা?
2) আপেল খেতে যতই স্বাদ লাগুক,
জেনে নিও আপেলের ৮৪ ভাগই পানি।
3) এ মাত্র যিনি কলা খেলেন তার
প্রতি মশার আকর্ষণ বেশী ।
4) এক কাপ কফিতে ১০০-এরও
বেশি রাসায়নিক পদার্থ আছে।
5) একঘণ্টা চুইংগাম
চাবালে শরীরে ৩০ক্যালরি তাপ ক্ষয়।
6)
গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায়
কিন্তু নিচে নামানো যায় না ।
7) চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার
দিতে পারে।
8) চোখ খোলা রেখে ব্যাঙ কোন
কিছু গিলতে পারে না।
9) জলের হাতি বা জলহস্তি পানির
নিচে ৩০ মিনিট দমবন্ধ
করে থাকতে পারে।
10) যখন চাঁদ সরাসরি মাথার উপর,তখন
আপনার ওজন সবচেয়ে কম।
11) ডলফিন একচোখ
খোলা রেখে ঘুমায়।
12) তোমার মতোই শিম্পাঞ্জিরাও
হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে!
13) তুমি কি জানো, একপাউন্ড বিশুদ্ধ
তুলা থেকে ৩৩ হাজার মাইল
লম্বা সুতা তৈরি সম্ভব!
14) পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরের
চেয়ে বেশী।
15) পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার
কাটতে পারে কিন্তু উড়তে পারেনা।
16) পৃথিবীতে যে পরিমান
সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ
পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান
উচ্চতা হবে।
17) পৃথিবীতে যত লিপস্টিক আছে,
তার বেশিররভাগই তৈরি হয় মাছের
আঁশ দিয়ে।
18) প্রজাপতির চোখের সংখ্যা ১২
হাজার!
19) ফড়িংয়ের কান
মলে দিতে চাইলে কিন্তু একটু
সমস্যা হবে। কারণ ফড়িংয়ের কান
হাঁটুতে!
20) মাছেরও কাশি হয়।
21) মৌমাছির চোখ পাঁচটি।
22) মশার দাঁত ৪৭টি ।
23) শামুক পা দিয়ে নি:শ্বাস নেয় ।
শামুকের নাক চারটি ।
24) শরীরের পেছন দিক দিয়েও
নিঃশ্বাস নিতে পারে কচ্ছপ।
25) হাতি একমাত্র স্তন্যপায়ী,
যারা লাফ দিতে পারে না।
26) বয়স বাড়ার সাথে সাথে চোখের
রঙ হালকা হয়ে যায়।
27) গড়ে একজন মানুষের চোখ বছরে ৪২
লাখ বার পলক ফেলে।
28)মানবদেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত
কোষ হলো মস্তিস্কের কোষ।
29)হাতের নখ,পায়ের নখের
চেয়ে চারগুন দ্রুত বাড়ে।
30)মানবদেহের মোট হাড়ের ১/৪ অংশ
পায়ে অবস্থিত!
31) প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রে ৬ জন
সতেরোতে পা দেয়।
32)আপনি চোখ খুলে কখনোই
হাঁচি দিতে পারবেন না। বিশ্বাস
না হলে এক্ষুণি চেষ্টা করে দেখতে পারেন।
33) ডলফিন একচোখ
খোলা রেখে ঘুমায়। একটু
চেষ্টা করে দেখি আমরা পারি কিনা!!!:পি
34)গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার
আগে মানুষ
খালি চোখে আকাশে মাত্র
পাঁচটি গ্রহ দেখতে পেতো!
35)আমরা তো গাছ থেকে সহজেই
খাবার পাই। কিন্তু
আমরা জানি কি একপাউন্ড খাবার
তৈরি করতে গাছের প্রায় ১০০ পাউন্ড
বৃষ্টির পানি খরচ করতে হয়।
চমকে দিবে আপনাকে! দু'মিনিট সময়
খরচ করলে লাভ ব্যাতিত
ক্ষতি হবে না মনে হয়..
ভালো লাগলে শেয়ার করে আপনার
ফেইসবুক টাইমলাইনে সেইভ রাখুন ...।
1) অক্টোপাসের
দেহে তিনটি হৃদপিণ্ড আছে।
তাহলে তো তার অনেক হৃদয়বান হওয়ার
কথা তাইনা?
2) আপেল খেতে যতই স্বাদ লাগুক,
জেনে নিও আপেলের ৮৪ ভাগই পানি।
3) এ মাত্র যিনি কলা খেলেন তার
প্রতি মশার আকর্ষণ বেশী ।
4) এক কাপ কফিতে ১০০-এরও
বেশি রাসায়নিক পদার্থ আছে।
5) একঘণ্টা চুইংগাম
চাবালে শরীরে ৩০ক্যালরি তাপ ক্ষয়।
6)
গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায়
কিন্তু নিচে নামানো যায় না ।
7) চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার
দিতে পারে।
8) চোখ খোলা রেখে ব্যাঙ কোন
কিছু গিলতে পারে না।
9) জলের হাতি বা জলহস্তি পানির
নিচে ৩০ মিনিট দমবন্ধ
করে থাকতে পারে।
10) যখন চাঁদ সরাসরি মাথার উপর,তখন
আপনার ওজন সবচেয়ে কম।
11) ডলফিন একচোখ
খোলা রেখে ঘুমায়।
12) তোমার মতোই শিম্পাঞ্জিরাও
হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে!
13) তুমি কি জানো, একপাউন্ড বিশুদ্ধ
তুলা থেকে ৩৩ হাজার মাইল
লম্বা সুতা তৈরি সম্ভব!
14) পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরের
চেয়ে বেশী।
15) পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার
কাটতে পারে কিন্তু উড়তে পারেনা।
16) পৃথিবীতে যে পরিমান
সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ
পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান
উচ্চতা হবে।
17) পৃথিবীতে যত লিপস্টিক আছে,
তার বেশিররভাগই তৈরি হয় মাছের
আঁশ দিয়ে।
18) প্রজাপতির চোখের সংখ্যা ১২
হাজার!
19) ফড়িংয়ের কান
মলে দিতে চাইলে কিন্তু একটু
সমস্যা হবে। কারণ ফড়িংয়ের কান
হাঁটুতে!
20) মাছেরও কাশি হয়।
21) মৌমাছির চোখ পাঁচটি।
22) মশার দাঁত ৪৭টি ।
23) শামুক পা দিয়ে নি:শ্বাস নেয় ।
শামুকের নাক চারটি ।
24) শরীরের পেছন দিক দিয়েও
নিঃশ্বাস নিতে পারে কচ্ছপ।
25) হাতি একমাত্র স্তন্যপায়ী,
যারা লাফ দিতে পারে না।
26) বয়স বাড়ার সাথে সাথে চোখের
রঙ হালকা হয়ে যায়।
27) গড়ে একজন মানুষের চোখ বছরে ৪২
লাখ বার পলক ফেলে।
28)মানবদেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত
কোষ হলো মস্তিস্কের কোষ।
29)হাতের নখ,পায়ের নখের
চেয়ে চারগুন দ্রুত বাড়ে।
30)মানবদেহের মোট হাড়ের ১/৪ অংশ
পায়ে অবস্থিত!
31) প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রে ৬ জন
সতেরোতে পা দেয়।
32)আপনি চোখ খুলে কখনোই
হাঁচি দিতে পারবেন না। বিশ্বাস
না হলে এক্ষুণি চেষ্টা করে দেখতে পারেন।
33) ডলফিন একচোখ
খোলা রেখে ঘুমায়। একটু
চেষ্টা করে দেখি আমরা পারি কিনা!!!:পি
34)গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার
আগে মানুষ
খালি চোখে আকাশে মাত্র
পাঁচটি গ্রহ দেখতে পেতো!
35)আমরা তো গাছ থেকে সহজেই
খাবার পাই। কিন্তু
আমরা জানি কি একপাউন্ড খাবার
তৈরি করতে গাছের প্রায় ১০০ পাউন্ড
বৃষ্টির পানি খরচ করতে হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন