মৌলিক পদার্থ
মৌলিক পদার্থ
যে পদার্থকে রাসায়নিক
উপায়ে বিশ্লেষণ করলে ঐ পদার্থ ছাড়া পৃথক ধর্ম বিশিষ্ট অন্য কোনো নতুন পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক
পদার্থ বা মৌল বলে ।
হাইড্রোজেন, অক্সিজেন,
নাইট্রোজেন, কার্বন, গন্ধক
(সালফার), তামা, দস্তা, পারদ, সোনা, রুপা, প্রভৃতি মৌলিক পদার্থ।
পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত
মোট মৌলিক পদার্থের সংখ্যা ১১১ টি, এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় ৯২
টি ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন